আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু — শাইখ ড. মুহাম্মাদ হারুন হুসাইনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আন্তরিক স্বাগতম!

পরিচিতি

মে ০৩, ২০২৪

শাইখ ড. মুহাম্মাদ হারুন হুসাইন

  • নাম: ড. মুহাম্মাদ হারুন হুসাইন
  • জন্মস্থান: সিলেট, বাংলাদেশ
  • পেশা: ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক
  • ধর্ম: ইসলাম
  • মতবাদ: আহলে হাদীস / সালাফি
  • সংগঠন: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস
  • উল্লেখযোগ্য কাজ: ইসলামি বই রচনা, মিডিয়াতে দাওয়াহ, হজ্জ-ওমরাহ পরামর্শ
  • প্রধান পরিচিতি: শরিয়া কনসালটেন্ট, মিডিয়া আলোচক, ইসলামি লেখক
  • ভাষা: বাংলা, আরবি, উর্দু, ইংরেজি

পরিচিতি:

শাইখ ড.  মুহাম্মাদ হারুন হুসাইন একজন প্রখ্যাত বাংলাদেশি আলেমে দ্বীন ও ইসলামি চিন্তাবিদ। তিনি দীর্ঘদিন যাবত আহলে হাদীস মানহাজে কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক দাওয়াহ, শিক্ষাদান ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তিনি একাধারে মাদ্রাসা শিক্ষক, মসজিদের খতীব, ইসলামি আলোচক, গবেষক ও বহু গ্রন্থের রচয়িতা। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ইসলামের পক্ষে যুক্তিনির্ভর বক্তব্য প্রদান করে থাকেন।

জন্ম ও পরিবার:

শাইখ হারুন হুসাইন সিলেট জেলার এক আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ইসলামি শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন এবং পারিবারিকভাবে দ্বীনের অনুশীলন ও শিক্ষার চর্চা শুরু করেন।

শিক্ষাজীবন:

  • প্রাথমিক ইসলামি শিক্ষা শুরু করেন পিতা-মাতার নিকট থেকে।
  • বাঁশবাড়ী তাহিরিয়া সালাফিয়া মাদরাসায় ৪ বছর অধ্যয়ন করেন।
  • সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স (ফার্স্ট ক্লাস)।
  • কিং সউদ বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে উচ্চতর ডিপ্লোমা লাভ করেন।
  • সৌদি আরবের প্রখ্যাত সালাফি শাইখদের নিকট থেকে ফিকহ, তাওহীদ, হাদীস ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করেন।

সংগঠনিক দায়িত্বসমূহ:

  • সিনিয়র যুগ্ম সেক্রেটারী জেনারেল – বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস
  • ডেপুটি রেজিস্ট্রার – বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড
  • প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল – জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া
  • সাবেক দাঈ – তাইফ ইসলামিক সেন্টার, সৌদি আরব

মিডিয়াতে উপস্থিতি:

  • আলোচক – Peace TV Bangla
  • আলোচক – NTV
  • আলোচক – Unite TV
  • নিয়মিত ফেসবুক ও ইউটিউব লাইভ সেশন পরিচালনা করে থাকেন।

প্রকাশিত গ্রন্থসমূহ:

  • সংক্ষিপ্ত আহলে হাদীস পরিচিতি
  • হেজাযী পদ্ধতিতে কুরআন শিক্ষা
  • মিলাদ মাহফিল
  • আল জামা’আহ
  • মিসবাহুল কুরআন
  • মহান আল্লাহর মারিফত

হজ্জ ও ওমরাহ

  • শরিয়া কনসালটেন্ট – হারামাইন হজ্জ ও ওমরাহ সার্ভিস
  • হজ্জ ও ওমরাহ সংশ্লিষ্ট শরঈ প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।

অনলাইন প্ল্যাটফর্ম:

পোস্টটি শেয়ার করুন:

মন্তব্যসমূহ

মন্তব্য করা বন্ধ রয়েছে।